কুমিল্লা আইটি এসোসিয়েশনের নতুন কমিটির অভিষেক

১৩ এপ্রিল, ২০২৩ ১৩:১৫  

ইফতার ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে বুধবার (১২ এপ্রিল) রাজধানীর একটি হোটেলে অভিষেক হলো কুমিল্লা আইটি এসোসিয়েশনের নতুন কমিটির । নতুন কমিটির কর্মকর্তারা হলেন; সভাপতি: নজরুল ইসলাম হাজারি, সহ-সভাপতি মোঃ সাজেদুল হক সাহিন, সাধারণ সম্পাদক : আব্দুল হালিম শুভ, যুগ্ম-সাধারণ সম্পাদক : মোঃ আমান উল্লাহ, কোষাধ্যক্ষ : মোঃ মাসুদ আলম, আইটি সম্পাদক : ওমর হাসান, প্রচার ও প্রশাসন সম্পাদক : শেখ কাউসার, দপ্তর সম্পাদক : আবুল হাসেম, ক্রিড়া ও সংস্কৃতি সম্পাদক: কামাল হোসেন, পরিচালক: মোঃ রুমি (আইডিবি), পরিচালক: মোঃ সোহেল হাসান ভূঁইয়া।

অনুষ্ঠানে বাংলাদেশ আইসিটি সাংবাদিক ফোরামের সভাপতি নাজনীন নাহার, বাংলাদেশ কম্পিউটার সমিতির প্রতিনিধি , জি-১১, ইসিএস,  এমসিএস নেতৃবৃন্দসহ দেশের প্রতিষ্ঠিত আইটি ব্যবসায়ীরা শুভেচ্ছা বক্তব্যে নতুন কমিটিকে শুভকামনা জানান।    

এসোসিয়েশনের সভাপতি নজরুল ইসলাম হাজারির সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন সাধারণ সম্পাদক আব্দুল হালিম শুভ।

নজরুল ইসলাম হাজারি বলেন, কুমিল্লা আইটি এসোসিয়েশন মূলত ঢাকাস্থ কুমিল্লার আইটি ব্যবসায়ীদের একটা ফোরাম। ব্যবসা উন্নয়ন এবং পিছিয়ে পড়া ব্যবসায়ীদের লজিস্টিক ও ফিনানন্সিয়াল সাপোর্ট দিয়ে এগিয়ে নিয়ে আনাই এ ফোরামের অন্যতম লক্ষ্য।